53rd Convocation 2022 University of Dhaka

 জীবনের এই চলার পথে যারা পাশে ছিলেন, তাদের দোয়া ও ভালোবাসা কোন দিন ও ভূলব না বিশেষ করে আমার বড় ভাই ও মা-বাবার, বন্ধু বান্ধব পরিবার এবং প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি অবাস্তব সমাজ যে খানে সপ্ন দেখা তো দূরের কথা কল্পনা ও করা যেত না, সেই সমাজের  মধ্যে জন্ম  নিয়েও  একটি সপ্ন যা এই দীর্ঘ সময়ে পথ চলতে সাহায্য করেছিল, তাইতো আজ বলতে ইচ্ছে করে আমি সত্যিই পেরেছি, সব কিছুর জন্য আল্লাহ তোমার অশেষ শুকরিয়া।


*তাইতো আজ মোহাম্মদ আলীর  ভাষায় বলতে চাই


"চ্যাম্পিয়নরা জিমে তৈরি হয় না। চ্যাম্পিয়নরা এমন কিছু থেকে তৈরি হয় যা তাদের গভীরে রয়েছে: একটি ইচ্ছা, একটি স্বপ্ন, একটি দৃষ্টি। তাদের দক্ষতা ও ইচ্ছাশক্তি থাকতে হবে। তবে দক্ষতার চেয়ে ইচ্ছাশক্তি শক্তিশালী হতে হবে। " 


53rd Convocation 2022

University of Dhaka











Comments