আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ❤️

 কালো কি শোকের প্রতীক; নাকি ফ্যাশন!

বাংলা আমার ভাষা; নাকি শুধু ভাষণ!

শুধু ফুল‚ খালি পা আর দেশের গান‚

করবে কি শোধ তাঁদের ঋণ..?


বাংলা আমার প্রানপ্রিয়‚ তবে কেনো

বিকৃত‚ আর অবহেলিত?

ভালো যদি বাসি বাংলাকে‚ ফুল বা 

খালি পা নয়- বাংলাকে যেনো রাখি সুরক্ষিত।


Comments