হিউম্যান রাইটস্ লিগ্যাল এইড সোসাইটির চট্টগ্রাম জেলা সমন্বয় সভায়

১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার বিকেল ৪.০০ টায় হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি'র চট্টগ্রাম জেলা কমিটি সমন্বয়সভা বাংলামটর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চট্টগ্রাম জেলা সভাপতি তামান্না মিতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাব মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের মূখ্য-সমন্বয়ক আবেদ ইবনে সোলেয়মান, নোলক প্রকাশনীর প্রকাশক নন্দিনী খান ও মাহাবুব খান, সংস্থার মিডিয়া এন্ড কমিউনিকেশন মূখ্য-সমন্বয়ক মোঃ মাহাবুব আলম লিটন এবং বাংলাদেশ যুব সাহিত্য সমাজের চেয়ারম্যান ফখরুল আবেদীন তানভীর সহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার মানবাধিকার প্রতিনিধিগণ। সভায় বিভিন্ন জেলা কমিটির সার্বিক বিষয়ে গঠনমুলক নিয়ে আলোচনা হয়।

Comments