বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক ও মানবাধিকার সংগঠক আনোয়ার হোসেনের ৫১ তম জন্মদিন উৎযাপন অনুষ্ঠানে



           
১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার রাত ১২.০১ মিনিটে রাজধানীর মিডনাইট সান থ্রি ( ৩) এ আইন,সালিশ ও মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠান হিউম্যান রাইটস্ লিগ্যাল এইড সোসাইটির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের শুভ জন্মদিনে সোসাইটি'র কেন্দ্রীয় ও ঢাকা জেলা কমিটির  পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও আনন্দ আয়োজনের মাধ্যমে আন্তরিক অভিনন্দন জানানো হয়।

আনোয়ার হোসেনের জন্ম ১৯৬৯ সালের ১০ ফেব্রুয়ারি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামে। তার পিতা যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মরহুম নাগর আলী এবং মাতা নূরজাহান বেগম। 

সাহিত্যচর্চা, সাংবাদিকতা ও মানবাধিকার আন্দোলনে নিবেদিতপ্রাণ আনোয়ার হোসেনের লেখালিখি শুরু আশির দশকে। ছড়া, কবিতা, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য ও মনীষীদের জীবনী নিয়ে লেখালিখি করে তিনি ইতিমধ্যে সুখ্যাতি অর্জন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন দৈনিক সংবাদপত্র ও জার্নালে তার লেখা প্রকাশিত হয়। ইতিমধ্যে তার ১৬টির ও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

জাতীয় লেখক ফোরাম ও ঐতিহ্য ফাউন্ডেশনের সভাপতি, হাজী শরিয়তউল্লাহ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটির চেয়ারম্যান এবং নওয়াব সলিমুল্লাহ জাতীয় কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত। 

আনোয়ার হোসেন তার সৃজনশীল ও সেবামূলক কর্মের স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যে বিভিন্ন পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্য অন্যতম হল- ভাষা শহীদ স্মৃতি পুরস্কার-২০০৯, নজরুল স্মারক সম্মাননা-২০০৭, হাজী শরীয়তুল্লাহ স্বর্ণপদক-২০০৬, নবাব সিরাজউদ্দৌলা স্বর্ণপদক-২০০৯, তিতুমীর স্বর্ণপদক-২০০৮, আলো আভাস সাহিত্য পুরস্কার (ভারত)-২০০৩ এবং স্বাধীন বাংলা সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ পুরস্কার-২০০৭।

সুন্দর ও উজ্জ্বল হউক মহান নেতার আগামী দিনের পথ চলা বেঁচে থাকুক বহুবছর এবং বারবার ফিরে আসুক আজকের এই দিনটি!!!!
সোসাইটির সাথে এই বন্ধন টিকে থাকুক যুগ থেকে যুগান্তরে!!!!🎂

Comments